পুঠিয়া (রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়ায় উপজেলা প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে রাতের আঁধারে পুকুর খনন করছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা। দিন দিন এসব অ'বৈধ পুকুর খননকারীদের দৌরাত্ম্য বৃদ্ধি পাওয়ায় অসহায় হয়ে পড়েছে ফসলি জমির মালিকরা। বিভিন্ন সময় তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে গেলে উপজেলা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাচ্ছে এসব অ'বৈধ পুকুর খননকারীরা দাবি উপজেলা প্রশাসনের। এতে উপজেলা প্রশাসন তাদের বিরুদ্ধে আইন প্রয়োগ করতে বেগ পেতে হচ্ছে। এছাড়াও তাদের বিরুদ্ধে কেউ কোনো নিয়মিত মামলা না করায় অ'বৈধ পুকুর খননকারীদের আইনের ফাঁকফোঁকড় দিয়ে বের হয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। পুঠিয়া উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে পুকুর খননের সবচেয়ে পছন্দের তালিকায় রয়েছে শিলমাড়িয়া ইউনিয়ন। এযাবৎ যতগুলো পুকুর খনন করা হয়েছে তার বেশির ভাগই খনন হয়েছে এই ইউনিয়নে। এভাবে চলতে থাকলে একসময় পুঠিয়া উপজেলায় ফসলি জমির অভাব দেখা দিবে বলে সচেতন মহল মনে করছেন। বাধ্য হয়ে ফসলি জমির মালিকরা পুকুর খনন বন্ধে মানববন্ধন ও উপজেলা প্রশাসন ও পুঠিয়া থানায় লিখিত অভিযোগ দিয়ে থাকেন। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা শিলমাড়িয়া ইউনিয়নের নান্দিপাড়া বিলে ফসলি জমিতে পুকুর খননের বিরুদ্ধে মানবনন্ধন করেছে উক্ত গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষকরা।
এসময় মানববন্ধন অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের তিন ফসলি জমিতে জোরপূর্বক পুকুর খনন করছে প্র'ভাবশালী একটি মহল। তাদের বিরুদ্ধে কোনোরূপ ব্যবস্থা গ্রহণ করা হলে প্রাণনা'শের হুমকি দেওয়া হয়। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় মাববন্ধন অনুষ্ঠান থেকে।
এবিষয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার নূর হোসেন নির্ঝর জানান, 'আইন প্রয়োগ করে পুকুর খনন বন্ধ করা যাচ্ছেনা। এর জন্য দরকার জনসচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টা। সবাই সচেতন হলেই পুকুর খনন বন্ধ করা সম্ভব বলে এ কর্মকর্তা জানান।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।