পুঠিয়া(রাজশাহী) প্রতিনিধি।।
রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুরে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই হওয়ার ঘটনা ঘটেছে। এতে বাড়ির চারটা রুম, দুইটা গোয়ালঘর, একটা গরু একটা ছাগল, পেঁয়াজ, রসুন, পাট, গম, চারটা শ্যলো মেশিন, ফ্রিজ এবং ঘরের আসবাবপত্রসহ প্রায় ৫ লক্ষ্যধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টি সোমবার সকালে পুঠিয়া ফায়ার সার্ভিসের লিডার আবুল কালাম আজাদ এতথ্য নিশ্চিত করেছেন।
ঘটনাটি ঘটেছে রবিবার (২০ এপ্রিল) রাত ১১টার দিকে পুঠিয় উপজেলার বেলপুকুর ইউনিয়নের চক্ ধাদাশ উত্তরপাড়া গ্রামে মৃত কবির সরকারের ছেলে শুকুর সরকারের বাড়িতে ।
ফায়ার সার্ভিসের তথ্যমতে, মৃত কবির সরকারের ছেলে শুকুর সরকারের গোয়ালঘড় মশা তাড়ানোর জন্য ধোঁয়া তৈরির জন্য রাখা আগুন থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত ১১টা ২৮ মিনিটে আমরা জানতে পেরে ঘটনা স্থলে চলে যাই। আমাদের একটি ইউনিটের দুইটি গাড়ি সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন ধরার সাথে সাথে দুইটা গোয়াল ঘর এবং পরে মুহূর্তের মধ্যে বসতবাড়ির চারটা রুম পুড়ে যায়। এতে বাড়ির চারটা রুম, দুইটা গোয়ালঘর, একটা গরু একটা ছাগল, পেঁয়াজ, রসুন পাট, গম, চারটা শ্যলো মেশিন, ফ্রিজ, ঘরের আসবাবপত্রসহ প্রায় ৫ লক্ষ্যধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সেই সাথে উদ্ধার হয়েছে ৬ লক্ষ টাকা।
ক্ষতিগ্রস্ত পরিবার ও স্বজনদের দাবী প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির হিসেবে তারা বলছেন, পিঁয়াজ ৪ লাখ, রসুন দুই লাখ চল্লিশ হাজার, ধনি বিশ হাজার, ফ্রিজ ষাট হাজার, গম ৩২ হাজার, পাট ৭৬ হাজার, কাপড় হিসাব নাই সব মিলিয়ে ৯ লক্ষ টাকা। স্বর্ণ দেড় ভরি ছিলো পুড়ে গেছে। সেই সাথে পুড়ে গেছে ৬০ হাজার নগদ টাকা।
রাজশাহীর বেলপুকুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, 'আগুন লাগার ঘটনা জানার সাথে সাথে সেখানে আমাদের থানার টহল পুলিশ পাঠাই। স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের তথ্য মতে ৫ লক্ষ টাকার ক্ষয়- ক্ষতি হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।