পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ
আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা নৌকার বিজয়ে ভোটারদের মাঝে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
মঙ্গলবার (২ জানুয়ারি) উপজেলার জিউপাড়া ইউনিয়নের প্রতিটি গ্রামে দলীয় নেতা-কর্মীদের নিয়ে প্রচারণা চালান।
সকাল থেকে তিনি জিউপাড়া ইউনিয়নের গ্রামে গ্রামে গিয়ে গনসংযোগ করেন। জিউপাড়া ইউনিয়নের ঝলমলিয়াসহ বিভিন্ন গ্রামে ভোটারদের মাঝে নৌকার প্রচারণা করেন। এছাড়াও বিভিন্ন বাজার এলাকা ও রাস্তার মোড়ে মোড়ে সাধারন নারী-পুরুষ ভোটারদের উপস্থিতিতে পথ সভা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু, রাজশাহী মহানগর আ'লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।