ক্রাইম পেট্রোল ডেস্ক : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে লাছি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দু’জনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে বেগুনগাঁও লাচ্ছি নদী থেকে বালু উত্তোলনের সময় আনিসুর রহমান ও শরিফুল ইসলাম নামে দুই ট্রাক্টরের মালিককে ২৫ হাজার টাকা করে জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এডাব্লিউএম রায়হান শাহ।
রায়হান শাহ বলেন, নদী থেকে বালু তুললে তাদের গাড়িসহ হাতে নাতে আটক করা হয়। এসময় তাদের বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১১ধারার অপরাধ (১৫) ১ উপধারার বিধান মতে তাদের দু’জনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।