মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর>>
রংপুরের পীরগঞ্জে স হিং স তা র ঘটনার আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইসলাম ধর্মকে অ ব মা ন না করে উ স্কা নি মূ ল ক পোস্ট দেওয়ার দায় স্বীকার করেছে গ্রেপ্তার যুবক পরিতোষ সরকার। মঙ্গলবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় জেলার পীরগঞ্জ আমলি আদালতের বিচারক ফজলে এলাহীর কাছে দেওয়া জবানবন্দিতে দায় স্বীকার করেন তিনি।
আদালত পরিদর্শক গোলাম মোস্তফা এসব তথ্য নিশ্চিত করে বলেন, আসামি তার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। প্রথমে তাকে কিশোর দাবি করা হলেও পুলিশ প্রমাণ করেছে পরিতোষের বয়স ১৯ বছর। শুনানি শেষে আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে সোমবার রাতে ফেসবুকে উ স্কা নি মূ ল ক পোস্ট দিয়ে স হিং স তা র ঘটনা উ স্কে দেওয়ার অভিযোগে পরিতোষ সরকারকে জয়পুরহাট থেকে গ্রেপ্তার করে রংপুর জেলা পুলিশ। ডিজিটাল নিরাপত্তা (তথ্য-প্রযুক্তি) আইনে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
উল্লেখ্য, গত রোববার (১৭ অক্টোবর) রাতে ফেসবুকে ইসলাম ধর্মকে অ ব মা ন না র অভিযোগ তুলে পীরগঞ্জে রামনাথপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হা ম লা, ভাং চু র ও অ গ্নি সং যো গ করে উ গ্র বা দী রা। এ ঘটনায় পীরগঞ্জ থানায় পুলিশের পক্ষ থেকে দুইটি মামলা হয়েছে। এ মামলায় পরিতোষসহ এখন পর্যন্ত ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে আজ বিকেলে ৩৮ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।