অনলাইন ডেস্ক : পাহাড়তলী থানা পুলিশের সফল অভিযানে নগদ ১০ লাখ ৫১ হাজার টাকাসহ প্রতারককে গ্রেফতার করা হয়েছে।
গত (৯ জানুয়ারি২০২০খ্রিঃ) তারিখ পাহাড়তলী থানাধীন একেখাঁন ভিক্টোরিয়া জুট মিল সংলগ্ন ন্যানো কর্পোরেশন এর ভিতর থেকে জনৈক মোঃ বিল্লাল হোসেন (৩৭) এর সরলতার সুযোগে ১১ লাখ টাকা মামলার এজাহারনামীয় আসামী মোঃ রাসেল (২৮), পিতা-জনু মিয়া, মাতা-হামিদা বেগম, সাং-খালপাড়া, চিত্রকুট ইউনিয়ন, থানা-সিরাজদিখান, জেলা-মুন্সিগঞ্জ প্রতারণার মাধ্যমে নিয়া যায়। পরবর্তীতে উক্ত টাকার বিষয়ে জনৈক মোঃ বিল্লাল হোসেন (৩৭) থানায় অভিযোগ দায়ের করলে পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ মোঃ মঈনুর রহমানেএর নির্দেশে তাৎক্ষণিক এসআই পলাশ, এএসআই অতনু, এনামুল, কং ইব্রাহিম, সর্ব পাহাড়তলী থানা, সিএমপি, চট্টগ্রামগণ তথ্য প্রযুক্তির ব্যবহার করে পাহাড়তলী থানা এলাকাসহ ঢাকা লালবাগ, চকবাজার, কামরাংগীচর এলাকায় অভিযান পরিচালনা করে চোরাইকৃত ১১লাখ টাকার মধ্যে ১০ লাখ ৫১ হাজার টাকাসহ প্রতারক চোর মোঃ রাসেল (২৮)কে গ্রেফতার করেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।