ক্রাইম পেট্রোল ডেস্ক:
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ছাত্রলীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে আবদুল্লাহ আল মামুন নামে এক সাংবাদিককে পে'টানোর অভিযোগ উঠেছে। রোববার (২৪ জুলাই,২০২৩ খ্রি.) বিকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সোমবার (২৪ জুলাই) প্রক্টর কামাল হোসেনকে আহ্বায়ক করে পাঁচ সদস্যর তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ভুক্তভোগী আবদুল্লাহ আল মামুন বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের যুগ্ম-আহ্বায়ক। তিনি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও দৈনিক নয়া শতাব্দীর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
অভিযোগ সূত্রে জানা গেছে, সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা-কর্মীদের হাতে এক সাংবাদিক মা'রধরের শিকার হয়। ওই ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সদস্যসচিব দুর্জয় কুমার স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে রোববার দুপুরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মীরা দুর্জয় কুমারকে ক্যাফেটেরিয়ায় আ'টকে রাখে। খবর পেয়ে আবদুল্লাহ আল মামুন তাকে উদ্ধার করতে গেলে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাকে বে'ধড়ক মা'রধর করেন। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ভুক্তভোগী আবদুল্লাহ আল মামুনের দাবি, 'বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মাসুদ রানা সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক মিনহাজুল ইসলাম ও সাবেক প্রচার সম্পাদক ইকরামুল ইসলামের নেতৃত্বে ২০-২৫ জন হামলা করে।'
অভিযুক্ত মাসুদ রানা সরকার বলেন, 'বিশ্ববিদ্যালয়ে এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। আমরা কাউকে মা'রধর করিনি। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।'
বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের আহ্বায়ক উজ্জ্বল কুমার বিশ্বাস বলেন, 'শুধু মামুন নয়, ঘটনায় আমরা বিশ্ববিদ্যালয়ে যারা সাংবাদিকতার সঙ্গে যুক্ত সবাই নিরাপত্তাহীনতায় ভুগছি।'
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামাল হোসেন বলেন, 'লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'
পাবনা সদর থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, 'আমরাও একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।