মো. আক্তার হোসেন, হোমনা, কুমিল্লা।।
কুমিল্লার হোমনায় পাবলিক ইউনিভার্সিটি স্টুডেণ্ট অ্যাসোসিয়েশন অব হোমনা এর উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পাবলিক ইউনিভার্সিটি স্টুডেণ্ট অ্যাসোসিয়েশন অব হোমনার সভাপতি সিয়াম আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন যুগ্ম সচিব মোহাম্মদ মোজাম্মেল হক, উপজেলা নির্বাচনী অফিসার ক্ষেমালিকা চাকমা, সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের সিনিয়র সহকারী জর্জ সগীর আহমেদ টুটুল,হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শহীদ উল্লাহ, ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মাহবুবুর রহমান, হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মহিলা বিষয়ক অফিসার মোহিদুল ইসলাম সোহাগ, পুসার সাবেক সভাপতি মেহেদী হাসান, পুসার উপদেষ্টা অ্যাড. তারিকুল ইসলাম, পুসার সাধারণ সম্পাদক ইউসুফ জামান অনিক প্রমুখ।
আতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা চিড়িয়াখানার কিউরেটর ডা.মো. মজিবুর রহমানসহ হোমনা উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন আলী আহমেদ আরাফ।