পাবনা প্রতিনিধি >>
জাতীয় সংসদের পাবনা-৩ আসনের আওতাভূক্ত চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলায় জটিল রোগাক্রান্ত ব্যক্তিদের আবেদন এবং স্থানীয় সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো. মকবুল হোসেনের সুপারিশের পরিপ্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী'র চিকিৎসা ও কল্যাণ তহবিল থেকে চিকিৎসা অনুদানের ১০০টি চেক প্রদান করা হয়েছে।
আজ ১১ সেপ্টেম্বর বুধবার সকালে এমপি’র ভাঙ্গুড়া সরদারপাড়াস্থ বাসভবন চত্ত্বর থেকে অসুস্থ ব্যক্তি ও অভিভাবকদের হাতে আনুষ্ঠানিকভাবে অনুদানের চেক তুলে দেন এমপি পুত্র ও ভাঙ্গুড়া পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল।
ভাঙ্গুড়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো. জাকির হোসেন ছবি'র সভাপতিত্বে অনুষ্ঠিত চেক প্রদান অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন- ভাঙ্গুড়া উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি, হরিপুর ইউপি চেয়ারম্যান মো. মকবুল হোসেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন চাটমোহর উপজেলা শাখা'র সভাপতি সাংবাদিক কেএম বেলাল হোসেন স্বপন, দিলপাশার ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মো. শহিদুল আলম, ভাঙ্গুড়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুজন আহমেদ প্রমুখ।
বক্তারা, বর্তমান সরকারের বিবিধ উন্নয়ন এবং জনহিতকর কর্মকান্ডের চিত্র তুলে ধরার পাশাপাশি এ অঞ্চলের অসহায় অসুস্থ মানুষকে প্রায় অর্ধকোটি টাকা চিকিৎসা অনুদান প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং অনুদানের চেক অনুমোদনের ক্ষেত্রে অক্লান্ত পরিশ্রমকারী স্থানীয় গণমানুষের নেতা আলহাজ্ব মো. মকবুল হোসেন এমপি'র সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করেন।
অনুষ্ঠানে এমপি মহোদয়ের পিএস আলহাজ্ব আমিনুল ইসলাম, পিএ মো. রফিক আহম্মেদসহ তিন উপজেলা থেকে বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুদান প্রাপ্তদের তালিকা অনুযায়ী দু'জন ২ লাখ টাকা, দু'জন ১ লাখ টাকা, ৮৩ জন ৫০ হাজার টাকা এবং ১৩ জন ৩০ হাজার টাকা করে সর্বমোট ৫১ লাখ ৪০ হাজার টাকা অনুদান প্রাপ্ত হয়েছেন। অনুদান প্রাপ্ত ১শ' জনের মধ্যে চাটমোহর উপজেলার ৪৩ জন ২১ লাখ ৭০ হাজার টাকা, ভাঙ্গুড়া উপজেলার ৪৬ জন ২৪ লাখ ৩০ হাজার টাকা এবং ফরিদপুর উপজেলার ১৩ জন ৫ লাখ ৪০ হাজার টাকা চিকিৎসা অনুদান পেয়েছেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।