চাটমোহর (পাবনা) প্রতিনিধি ঃ পাবনা চাটমোহর প্রেসক্লাবের বার্ষিক নৌ ভ্রমণ ও চড়ইভাতি শুক্রবার (২৩ আগষ্ট) দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত প্রকৃত সংবাদকর্মীদের সংগঠণ ‘চাটমোহর প্রেসক্লাব”এর নৌ ভ্রমণ উপজেলার চরমথুরাপুর বড়াল নদী থেকে শুরু হয়। এরপর সিংড়া উপজেলার ঘাসি দেওয়ান (র.) এর মাজার তিসিখালী হয়ে গুরুদাসপুর উপজেলার খুবজিপুর জাদুঘর ও বিলসা ডুবন্ত সড়ক পরিদর্শন করা হয়।
এছাড়া গুমানী নদী হয়ে চলনবিলের বিশাল জলরাশির উপর দিয়ে নৌকা ভ্রমণ সবাইকে আনন্দ দেয়। ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র ও পুরুস্কার বিতরণ। নৌকায় সংক্ষিপ্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি, দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও অনলাইন পত্রিকা স্বাধীন খবর ডটকম এর সম্পাদক মোঃ জাহঙ্গীর আলমের সঞ্চালনা বক্তব্য দেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক চাটমোহর বার্তা সম্পাদক এস এম হাবিবুর রহমান, সাপ্তাহিক চলনবিলের আলো সম্পাদক রফিকুল ইসলাম রনি, প্রেসক্লাবের সহ-সভাপতি এম এস আলম বাবলু, যুগ্ম সম্পাদক শেখ সালাহ উদ্দিন ফিরোজ, এম এ জিন্নাহ, তোফাজ্জল হোসেন বাবু প্রমুখ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।