তোফাজ্জল হোসেন বাবু, পাবনা :
পাবনার চাটমোহরের নিমাইচড়া ইউনিয়নের করকোলা গ্রামের আরাফাত হোসেন (৪) নামের এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে আজ (১২ ডিসেম্বর) বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে। মৃত আরাফাত করকোলা গ্রামের মোঃ খায়রুল ইসলাম নামের এক কৃষকের ছেলে।
জানা যায়, শিশুটি বাড়ির পাশে মাঠে খেলা করছিল। হঠাৎ করে সে পানিতে পড়ে ডুবে যায়।পরে স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাকে উদ্ধার করতে সক্ষম হয়।পরে নিকটবর্তী পল্লী চিকিৎসক মন্টু মিয়া এসে তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ ঘটনার সত্যতা স্বীকার করে নিমাইচড়া ইউপি সদস্য রমজান আলী বলেন, ছোট বাচ্চা বাড়ির পাশে খেলাধুলা করছিল হঠাৎ পানিতে পড়ে গেলে সে ডুবে মারা যায় ।
আজ সন্ধা ৭ টার দিকে তার জানাজা শেষে করকোলা গ্রামের নিজ কবরস্থানে তাকে দাফন করা হয়।শিশুটির মৃত্যুতে তার পরিবারে ও করকোলা গ্রামে সকল পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।