পাবনায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৫ ডাকাত। ছবি: সংগৃহীত
ক্রাইম পেট্রোল ডেস্ক : পাবনায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতিতে ব্যবহৃত অস্ত্র ও একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন, পাবনা শহরের নয়নামতি মহল্লার আজমতের ছেলে আব্দুর রাজ্জাক কালু (৩৩), চক পৈলানপুর মহল্লার হাবিবুর রহমানের ছেলে রিপন শেখ (৩০), নুরপুর পাঁচ পুকুর এলাকার ইয়াকুবের পালিত ছেলে কাওছার ওরফে গাফ্ফার (২৪), কাচারি পাড়া মহল্লার মৃত ছাত্তার প্রামাণিকের ছেলে বাবু ইসলাম (৩২) ও চাটমোহর উপজেলার হরিপুরের আফজাল সরকারের ছেলে আরিফ (২৬)।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে পাবনা সদর থানা পুলিশ ডাকাতদের সংঘবদ্ধ হওয়ার খবর পায়। সংঘবদ্ধ ডাকাত দলটি পাবনা সদরের গাছপাড়া-টেবুনিয়া বাইপাস রোডের নুরপুর নামকস্থানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি মাইক্রোবাস, কয়েকটি ধারালো অস্ত্রসহ ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করে। তবে এ সময় ডাকাত দলের সর্দার নুরপুর এলাকার ইয়াকুব আলীর ছেলে আমিরুল (৩৮) পালিয়ে যায়।
পুলিশ জানায়, গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে বগুড়াসহ পাবনার বিভিন্ন থানায় মামলা রয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।