পাবনা প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আবুল কালাম (৫০) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
আজ মঙ্গলবার (১১
জুন) সকাল সাড়ে ১১টায় পাবনা সদর হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আবুল কালাম উপজেলার
প্রত্যন্ত খানমরিচ ইউনিয়নের চাদপুর গ্রামের মৃত গোলাপ হোসেনের ছেলে ও পেশায় একজন
কৃষক।
প্রত্যক্ষদর্শীরা
জানায়, আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার চাদপুর গ্রামে আবুল কালামের জমিতে একই
গ্রামের সাইফুল ইসলামের একটি গরু প্রবেশ করে পাটক্ষেত নষ্ট করে।
পরে আবুল কালামের
ছেলে আবুল বাশার গরুটিকে ক্ষেত থেকে নিয়ে এসে তাদের বাড়িতে আটকে রাখে। সাইফুল ওই
গ্রামের আব্দুল সরদারের ছেলে।
এতে ক্ষিপ্ত হয়ে আজ
সকাল ৮টার দিকে ছুরি ও লাঠিসোঁটাসহ সাইফুল দলবল নিয়ে আবুল কালামের বাড়িতে হামলা
চালায়।একপর্যায়ে সাইফুল
ছুরি দিয়ে আবুল কালামের পেটে আঘাত করে। মুমূর্ষু অবস্থায়
এলাকাবাসী তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।