পাবনা প্রতিনিধি : পাবনা জেলার ভাঙ্গুড়ায় ইয়াবাসহ কথিক সাংবাদিক মেহেদি হাসান রানা (৩২) ও খাইরুল আলম (২৯) নামের দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১১
অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মন্ডতোষ এলাকা থেকে তাদের আটক করে
ভাঙ্গুড়া থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গুড়া থানার এসআই ইব্রাহিম তার সংঙ্গীয় ফোর্স নিয়ে মন্ডন্তোষ এলাকার টেবুনিয়া-বাঘাবাড়ি মিনি বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় তাদেরকে আটক করে ।এসময় তাদের দেহ তল্লাশী করে ১১ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, মেহেদি
হাসান রানা উপজেলার দক্ষিণ সারুটিয়া গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের ছেলে এবং খাইরুল
আলম রাঙ্গালিয়া গ্রামের রঞ্জু আলীর ছেলে।
মেহেদি হাসান রানা
একটি স্থানীয় আনলাইন পত্রিকার ভাঙ্গুড়ার উপজেলার কথিত সাংবাদিক হিসেবে নিজেকে
পরিচয় দিতো এবং ভাঙ্গুড়া রির্পোটার্স ইউনিটির সদস্য।
এ বিষয়ে জানতে চাইলে ভাঙ্গুড়া থানার ওসি (তদন্ত) মোঃ নাজমুল হক বলেন, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে শনিবার (১২ অক্টোবর) সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত সোমবার (০৭ অক্টোবর) ১৫ লিটার বাংলামদসহ কথিত সাংবাদিক মানিকসহ আরও ২ জনকে আটক করে চাটমোহর থানা পুলিশ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।