পাবনা প্রতিনিধি >>
পাবনা জেলার বেড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদের দ্বিতীয় দিনে সিএন্ডবি বাসস্ট্যাণ্ড ও মহাসড়কের দুইপাশে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার (০১ আগস্ট) সকাল ১১টার থেকে দুইটা পর্যন্ত যুগ্ম সচিব সড়ক ও জনপদ অধিদপ্তরের ‘এস্টেট ও আইন কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান ফারুকীর নেতৃত্বে বেড়া সিএন্ডবি বাসস্ট্যাণ্ড ও মহাসড়কের দুইপাশের এলাকায় অভিযান কালে প্রায় দুই শতাধিক কাঁচা, পাকা, সেমিপাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
এ অভিযানে সড়ক ও
জনপথ অধিদপ্তর ছাড়াও পুলিশ, দমকল বাহিনী, বিদ্যুৎ বিভাগ ও গ্যাস কোম্পানির
কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
এ বিষয়ে যুগ্ম সচিব, সড়ক ও জনপদ অধিদপ্তরের ‘এস্টেট ও আইন কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান ফারুকী সাংবাদিকদের বলেন, এসব মহাসড়ক ফোর লেনে উন্নত করার কাজ শুরু হবে শিগগিরই।
তাছাড়া জনস্বার্থে ফুটপাত দখলমুক্ত করতে মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। ৪ দিনব্যাপী এ উচ্ছেদ অভিযান কর্মসুচি চলবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।