তোফাজ্জল হোসেন বাবু,পাবনা >>
পাবনা শহরে যিনি ২০১২ সাল থেকে প্রায় পাঁচ হাজারের উর্ধেব মুক্ত শালিখকে ভালোবাসা দিয়ে আদর করে কাছে টেনেছেন এমন বৈচিত্র্য ময় ভালবাসা সমাজে তথা পৃথিবীতে প্রায় কমই দেখা যায়।
২০১৫ সালে রাজশাহী বনবিভাগ তাঁকে এওয়ার্ডস ও দিয়েছেন এমন ভালোবাসার কৃতজ্ঞতা স্বরূপ পুরস্কার ও দিয়েছেন!
আমি গত রবিবার ১৮
আগস্ট ২০১৯ কাকডাকা ভোরে পাবনা শহরে এআর কর্নার মার্কেটের সামনে দাঁড়িয়ে হঠাৎ এমন
দৃশ্য দেখলাম, দেখে এই মানুষটার প্রতি গভীর ভালবাসা ও শ্রদ্ধা জন্মে গেলো আমার।
তাকে ডাক দিয়ে বললাম ভাই, মোবাইলে আপনার ভালোবাসার নিদর্শনের একটা ছবি তুলতে পারি?
উঁনি আমাকে অনুমতি দিলেন তার হাজার হাজার শালিখের মধ্যে থেকে একটা ছবি তোলার!
আমি আবার পুনরায়
শ্যামল বাবুকে ডেকে বললাম,
ওরা প্রতিদিন ভোরে
কী আসে?
উনি বললেন হ্যাঁ, ওরা প্রতিদিন ভোরে সূর্যের আলো ফোটার আগেই আমার এখানে চলে আসে এবং খাবার খাওয়ার অপেক্ষায় থাকে। আমাকে না পেলে চিৎকার (কিচিরমিচির) ডাকা শুরু করে।
আরো বললেন, কোনো কারণে তিনি যদি না থাকেন তার দোকানের কর্মচারীদের বলা আছে শালিখের খাবার রেডি রাখার।
এমন একজন মহৎ মানুষ
প্রত্যেক এলাকায় থাকলে আমাদের অনেক পক্ষীকূলের (পাখি) হৃদয় হরণ করে তাদের বেঁচে
থাকার নিশ্চয়তা দেওয়া সম্ভব হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।