রনি সভাপতি, সোহেল সম্পাদক
তোফাজ্জল হোসেন বাবু,পাবনা :
চাটমোহর উপজেলার ঐহিত্যবাহী হান্ডিয়াল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আজ ২০ ডিসেম্বর শুক্রবার প্রেসক্লাব অস্থায়ী কার্যালয়ে (সাপ্তাহিক চলনবিলের আলো অফিস) সন্ধায় প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রফিকুল ইসলাম রনি’র সভাপতিত্বে ২০২০-২০২১ দ্বি- বার্ষিক কমিটি গঠন করা হয়।
প্রেসক্লাবের সকল সদস্যদের উপস্থিতিতে সকলের মতামতের ভিত্তিতে কন্ঠ ভোটে এই কমিটি গঠন করা হয়। সাপ্তাহিক চলনবিলের আলো’র সম্পাদক ও প্রকাশক রফিকুল ইসলাম রনিকে সভাপতি ও দৈনিক গণজাগরণ স্টাফ রিপোর্টার সোহেল রানা জয়কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে মোট ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন, সিনিয়র সহ-সভাপতি কে এম আল হেলাল- সাপ্তাহিক সময় অসময়, সহ-সভাপতি মো. শাহজাহান আলী- দৈনিক সংগ্রাম, যুগ্ম সম্পাদক মো. কোবাদ হোসেন- দৈনিক পাবনার আলো, সাংগঠনিক সম্পাদক মোঃ আনিছুর রহমান- সাপ্তাহিক চলনবিলের আলো ও দৈনিক সিরাজগঞ্জকন্ঠ, কোষাধ্যক্ষ মো. মিজানুর রহমান- দৈনিক বিবৃতি, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. নুরুজ্জামান বাবলু- দৈনিক আলোকিত বাংলাদেশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাহিদ হাসান- সাপ্তাহিক সময় অসময়, দপ্তর সম্পাদক মো. জাহিদুল ইসলাম- দৈনিক পাবনার আলো ও চলনবিলের আলো, ক্রীড়া সম্পাদক কে এম গোলাম কিবরিয়া উজ্জল- দৈনিক বর্তমান, কার্যকারী সদস্য রফিকুল ইসলাম সজীব- দৈনিক ভোরের পাতা, কার্যকারী সদস্য মো. মামুন হোসেন- দৈনিক এ যুগের দ্বীপ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।