পাবনা জেলা প্রতিনিধি >>
পাবনার আমিনপুর থানার বিরাহিমপুরে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ সোমবার দুপুর সোয়া একটার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করলেও, চালক ও তার সহযোগী পলাতক রয়েছে।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আজ সোমবার দুপুরে কাশীনাথপুর থেকে তিন মোটরসাইকেল আরোহী ঢাকা-পাবনা মহাসড়ক হয়ে পাবনা যাচ্ছিলেন। এ সময় একই দিক থেকে আসা একটি দ্রুতগ্রামী ট্রাক যার নম্বর (ঢাকা মেট্রো ট ১৩-৩৫৪২) পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীদের মৃত্যু হয়।
নিহতরা হলেন,
সুজানগর উপজেলার আদমপাড়া চিনাখড়া গ্রামের সাহাই হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৩৫),
আমিনপুর থানার বিরাহিমপুর পশ্চিমপাড়া গ্রামের রমজান আলীর ছেলে মুক্তার হোসেন (৩২)
ও সাঁথিয়া উপজেলার দুলাল খাঁর ছেলে ইসা (২৮)। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার
করেছে।
ওসি আরো জানান,
ঘটনার পর পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করেছে। ট্রাকের চালক ও তার সহযোগীদের গ্রেফতারে
অভিযান চলছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।