পাবনা প্রতিনিধি :
পাবনার ঈশ্বরদী রেলওয়ের দুইশো অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে পাকশী বিভাগীয় রেলওয়ের উচ্ছেদকারী দল বাজারের মাহবুব আহমেদ খান স্মৃতি মঞ্চ, বুকিং কাউন্টার ও জংশন ষ্টেশন এলাকায় গড়ে ওঠা স্থাপনাগুলোতে অভিযান শুরু করে। এগুলোর বেশির ভাগ দোকান। বেলা ১ টার মধ্যে এখানে দোকানঘর ও একটি ছোট হোটেল ভাঙা হয়।
পশ্চিমাঞ্চল রেলওেয়ের পাকশী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামানের নেতৃত্বে এ অভিযান শুরু হয়।এতে সহযোগিতা করেন পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) আহসান উল্লাহ ভূঁইয়া।
নুরুজ্জামান সংবাদমাধ্যমকে জানান, সকাল ৭টা থেকে অভিযান শুরু হয়েছে। দুপুর ১টা পর্যন্ত দুইশো স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ হওয়া স্থাপনার মধ্যে রয়েছে কাঁচা, পাকা বিভিন্ন ধরনের দোকান।
অভিযানে পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) আবদুল্লাহ আল মামুন, পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আনোয়ার হোসেন, পাকশী বিভাগীয় সংকেত ও প্রকৌশলী (ক্যারেজ) মমতাজুল ইসলাম, পাকশী বিভাগীয় সংকেত প্রকৌশলী (লোকো) অশীষ কুমার মন্ডল, পাকশী বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী খায়রুল ইসলাম, পাকশী বিভাগীয় সংকেত ও টেলি যোগাযোগ প্রকৌশলী রুবাইয়েত শরীফ প্রান্ত, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) সাজেদুল ইসলাম বাবু, রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (চৌকি) ঈশ্বরদীর ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ আহমেদ ও ঈশ্বরদী জংশন স্টেশনের সুপারিনটেনডেন্ট মহিউল ইসলাম উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ডিআরএম আহসান উল্লাহ ভূঁইয়া বলেন, ঈশ্বরদীতে রেলওয়ের জায়গা দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার অভিযান চালিয়েছেন তারা।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।