পাবনা প্রতিনিধি >> পাবনার আটঘরিয়া উপজেলার পল্লীতে একদন্ত উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী (১২) ধর্ষণের প্রতিবাদে এবং দোষীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৯ জুন) বেলা ১১ টায় শহরের প্রধান সড়কে প্রেসক্লাবের সামনে আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট, যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক ও মহিলা পরিষদের যৌথ উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে একদন্ত এলাকাবাসী, ধর্ষিতার স্বজনরা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, আইনজীবিসহ বিভিন্ন পেশাজীবীরা অংশগ্রহণ করেন।
আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের চেয়ারপার্সন বিশিষ্ট সাংবাদিক আব্দুল মতিন খানের সভাপতিত্বে মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি’র (সিইপি) জেলা ব্যবস্থাপক লুইস গমেজ, যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্কের আহবায়ক সেলিম নাজির উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক হাসিনা আক্তার রোজি, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. কামরুন্নাহার জলি, আমরাই পারি’র (উইকেন) প্রজেক্ট কো-অডিনেটর অ্যাড. শাহীনা পারভীন, বাঁচতে চাই’র নির্বাহী পরিচালক আব্দুর রব মন্টু, টাউন গার্লস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম, এলাকাবাসী আসলাম প্রমুখ।
সমাবেশ পরিচালনা করেন যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্কের সদস্য সাংবাদিক কামাল সিদ্দিকী।
বক্তারা অভিযোগ করে বলেন, স্কুল ছাত্রী ধর্ষনের শিকার হলেও রহস্যজনক কারণে এলাকার প্রভাবশালীদের মন রক্ষা করতে আটঘরিয়া থানা পুলিশ ধর্ষণ প্রচেষ্টা হিসেবে মামলা রুজু করতে ধর্ষিতার বাবাকে বাধ্য করেছেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।