পাবনা প্রতিনিধি :
পাবনার আমিনপুরে নুরুজ্জামান (২৮) নামের এক যুবককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার ভোর চারটার দিকে নিজ বাড়ির পার্শ্ববর্তী বাগান থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নুরুজ্জামান আমিনপুর থানার সিংহাসন গ্রামের কাবিল প্রামাণিকের ছেলে।
পুলিশ জানায়, এক বছর আগে সিংগাপুর থেকে দেশে ফিরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নেন নুরুজ্জামান। শনিবার মাগরিবের নামাজের পর বাড়ি থেকে বের হয়ে রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন নুরুজ্জামানকে খোঁজাখুঁজি শুরু করে।
এক পর্যায়ে ভোর চারটার দিকে বাড়ির পার্শ্ববর্তী বাগানে জবাই করা অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আমিনপুর থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, নুরুজ্জামান নিখোঁজ হবার পর পুলিশ তাকে
খুঁজে বের করতে মাঠে নামে। পরে তার মরদেহ পাওয়া যায়। প্রাথমিক সুরতহালে মরদেহটি
গলাকাটা ও শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল
হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তবে কারা, কী কারণে তাকে হত্যা করেছে এ ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।