পাবনা প্রতিনিধি : পাবনার আতাইকুলা থানার শ্রীকোল বাজার থেকে আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে নাছির উদ্দিন (৫০) নামের এক ব্যক্তিকে অস্ত্রসহ আটক করেছে র্যাব-১২ সিপিসি-২ পাবনা ক্যাম্পের সদস্যরা।
র্যাব ক্যাম্প জানায়, গ্রেপ্তার নাছির উদ্দিন একই থানার চরহাপানিয়া গ্রামের মৃত আবৃ তাহেরের ছেলে। সে এলাকার চিহ্নিত সন্ত্রাসী। আটকের পর নাছিরের হেফাজতে থাকা ১ টি বিদেশি পিস্তল, ১ টি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাব পাবনা
ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার আমিনুল কবীর তরফদার জানান, নাছির উদ্দিন দীর্ঘদিন
ধরেই এলাকায় নিজ হেফাজতে অবৈধ অস্ত্র রেখে জনমনে ত্রাস সৃষ্টি করে সন্ত্রাসী
কর্মকর্তান্ড চালিয়ে আসছিল।গোপন সংবাদের
ভিত্তিত্বে তাকে আটক করা হয়।আতাইকুলা থানায় মামলা দায়ের করে আটক নাছির উদ্দিন ও উদ্ধারকৃত অস্ত্র ও গুলি সোর্পদ করা হয়েছে।
বিকেলে তাকে
আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে র্যাব জানিয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।