পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের মনোহরপুর গ্রামে পারিবারিক বিরোধের জের ধরে শাশুড়িকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে পুত্রবধু।
নিহত শাশুড়ি রোজি খাতুন (৩৫) ওই গ্রামের মৃত আমিন উদ্দিনের স্ত্রী।শনিবার (১৮ মে) সন্ধ্যায় এই হত্যার ঘটনা
ঘটে।
নিহতের ভাই ইদ্রিস আলীসহ গ্রামাবাসীরা
জানান, শনিবার সন্ধ্যায় রুকাইয়ার বাবার বাড়ি থেকে কয়েকজন লোক আসে। এ সময় রুকাইয়ার
স্বামী রঞ্জু বাড়িতে ছিলেন না। হঠাৎ বাড়ি থেকে চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে যায়।তারা ঘটনাস্থলে গিয়ে দেখে রোজী ঘরের
মেঝেতে পড়ে আছে। তার শরীর থেকে রক্ত ঝরছিল। পরে তাকে উদ্ধার করে পাবনা জেনারেল
হাসপাতালে নিয়ে যায় প্রতিবেশীরা। সেখানে চিকিৎসক রোজীকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক পুত্রবধু নুপুর
ওরফে রুকাইয়া ও তার তিন নিকট আত্মীয়কে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।
পাবনা সদর থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।বিস্তারিত পরে বলা যাবে বলেও জানান ওসি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।