
পাবনা প্রতিনিধি ঃ পাবনায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ইদ্রিস আলী (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন। রোববার (২৫ আগস্ট) রাতে পাবনা সদর উপজেলার কুলুনিয়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুল হক জানান, সদর উপজেলার দোগাছি ইউনিয়নের কুলুনিয়া গ্রামে একটি জমির মালিকানা নিয়ে আশরাফ আলী ও ইদ্রিস আলীর মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল।এরই জের ধরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে প্রতিপক্ষের ধারালো অস্ত্রাঘাতে ইদ্রিস আলী গুরুতর আহত হন।তাকে চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, সংঘর্ষে আহত রিপন আলী (৩০) ও সিদ্দিক আলী (৩৫) নামের দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।