

পাবনা প্রতিনিধি >>
পাবনায় ৪টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ বাদশা সর্দার (৪৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। রবিবার (৩০ জুন) দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক বাদশা সদর উপজেলার দ্বীপচর গ্রামের কফিল উদ্দিন সর্দারের ছেলে।
র্যাবের দাবি, আটক বাদশা একজন অস্ত্রধারী সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
র্যাব-১২ অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আবদুল্লাহ আল মোমেন জানান, অবৈধ অস্ত্রসহ বাদশা নিজ বাড়ীতে অবস্থান করছে এমন গোপন সংবাদ পেয়ে অভিযান চালায় পাবনা ক্যাম্পের সদস্যরা।এ সময় একটি বিদেশী পিস্তল, একটি রিভলবার, দুইটি পাইপগান, ১৮ রাউন্ড গুলি ও একটি ধারালো অস্ত্র সহ বাদশা সর্দারকে আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করে আজ সোমবার (০১ জুলাই) দুপুরের দিকে আটক বাদশাকে পাবনা সদর থানার মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলেও র্যাব জানায়
র্যাবের এই কর্মকর্তা।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।