চকরিয়া(কক্সবাজার)প্রতিনিধিঃ টানা কয়েক দিনের মুষলধারে বৃষ্টির পানি নামতে গিয়ে কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নস্হ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কের দক্ষিণ-পূর্বাংশের বালি যুক্ত জমির মাটি সরে প্রাচীর ভেঙ্গে পড়েছে।ফলে নিরাপত্তাহীন হয়ে পড়ে পার্কে থাকা নানান জাতের প্রাণীকুল। বৃহস্পতিবার (১ জুলাই) ভোরে পাগলির আগা, ডাঙ্গারবিল স্হান নামক পার্কের এলাকায় দেওয়াল ভেঙে পড়ার ঘটনা ঘটেছে।
স্হানীয়রা জানান,পার্কে গাঁ-ঘেঁষে যাওয়া ছড়া-খাল সিন্ডিকেট কৃত বালু খেকোরা প্রতি নিয়ত বালু উত্তোলনের ফলে খালটি গভীরতা বাড়ে।এছাড়া খালে পাড়ে পার্কের দেওয়াল ঘেঁষে পানের বরজ করে।টানা দুই/একদিনের ভারি বর্ষণে বিশাল পার্কের ভিতরে পানি আর উজান থেকে আসা পাহাড়ী ঢলের পানির স্রোতে বালিযুক্ত জমির মাটি সরে গিয়ে আকস্মিকভাবে পার্কের নিরাপত্তার দেওয়াল ভাঙ্গার ঘটনা ঘটেছে। এর আরো একটি কারণ হল পার্কের দেওয়াল ঘেঁষা খালের লাগোয়া জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে পানির স্রোতে আঘাত হানতে দ্রুত সক্ষম হয়।
পার্কের তত্ত্বাবধায়ক মাজহারুল ইসলাম বলেন,খালে পানির স্রোত ছিল বেশি।যার কারণে বালিযুক্ত মাটি পানিতে সরে যাওয়ায় এ ঘটনা ঘটেছে।
ডুলাহাজারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আমিন বলেন,সার্ফারী পার্কের তত্ত্বাবধায়ক মাজহারুল ইসলাম দেওয়াল ধসে পড়ার বিষয়টি আমাকে জানায়।পরে আমি ঘটনাস্থল দেখে এসেছি।খাল থেকে বালি উত্তোলন ও খালের লাগোয়া জমি থেকে বালু উত্তোলন এবং পার্কের ভিতরে অংশও বালিযুক্ত মাটি হওয়ায়, টানা বৃষ্টির পানির স্রোতে নিরাপত্তা দেওয়াল ধসে পড়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।