আবু হানিফ, পাকুন্দিয়া উপজেলা প্রতিনিধি।। কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানা।পুলিশ অভিযান চালিয়ে ১০২পিস ইয়াবাসহ দু'জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
পাকুন্দিয়া থানার একটি টিম ১৪ মে দিবাগত রাত সোয়া ১ টা সময় পাকুন্দিয়া থানার দরগার বাজার হতে নারান্দী রাস্তায় অভিযান চালিয়ে,মোঃ আজাদ খান মিলিটারী (৫১), পিতা- মৃত আফতাব উদ্দিন, মাতা- সুফিয়া খাতুন, সাং- মির্জাপুর, থানা- পাকুন্দিয়া, জেলা-কিশোরগঞ্জ, মোঃ মিজানুর রহমান (৪০), পিতা- মোঃ আঙ্গুর মিয়া, মাতা- মলোদা খাতুন, সাং- নারান্দী (চরপাড়া), থানা- পাকুন্দিয়া, জেলা-কিশোরগঞ্জ,নামের দুজন মাদক কারবারিকে ইয়াবা ট্যাবলেট বিক্রয় করার সময় গ্রেপ্তার করে।
একই সাথে দেলোয়ার হোসেন (৩৬), পিতা- মৃত আহম্মাদ আলী, মাতা- আঙ্গুরা খাতুন, সাং- সন্মানিয়া, থানা- পাকুন্দিয়া, জেলা- কিশোরগঞ্জ কে গ্রেফতার করা হয়।পাকুন্দিয়া থানায় এস,আই ইউসুফ আলী বাদী হয়ে থানায় মামলা করেন এফআইআরনং ১০,জিআর নং ৭৮।
পাকুন্দিয়া থানায় অফিসার ইনচার্জ মোঃ সাখাওয়াত হোসেন ঘটনা সততা নিশ্চিত করে জানান, 'গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পরস্পর যোগসাজশে জেলার বিভিন্ন সীমান্ত অঞ্চল থেকে মাদকদ্রব্য কিনে এনে কিশোরগঞ্জ জেলাসহ আশপাশের এলাকাগুলোতে দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছিলেন।এ ঘটনায় পাকুন্দিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।