দিলীপ কুমার দাস, ময়মনসিংহঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব'জ্রপাতে মেহেদী হাসান সিয়াম (২১)নামে এক ব্যবসায়ীর মৃ'ত্যু হয়েছে।
শুক্রবার সকালে রাস্তার পাশ থেকে তার ম'রদেহ উদ্ধার করা হয়।
মেহেদী হাসান সিয়াম উপজেলার জাঙ্গালিয়া গ্রামের মকবুল হোসেনের ছেলে। তিনি উপজেলার চরকাওনা নতুন বাজারে ব্যবসা করতেন।
জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল আহমেদ জানান, 'মেহেদী হাসান সিয়াম চরকাওনা নতুন বাজারের ব্যবসা প্রতিষ্ঠান থেকে ফেরার পথে রাতের কোনো এক সময় ব'জ্রপাতে মারা গেছেন। মরদেহে ব'জ্রপাতে মারা যাওয়ার আলামত পাওয়া গেছে।'
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান জানান, 'শুক্রবার ভোরে নতুন বাজার থেকে জাঙ্গালিয়া বাজারের রাস্তার পাশে সিয়ামের ম'রদেহটি দেখতে পায় স্থানীয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ গিয়ে ম'রদেহ উদ্ধার করে থানার নিয়ে আসে। এ ঘটনায় একটি অ'পমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। সিয়ামের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর কার্যক্রম চলছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।