আবু হানিফ, পাকুন্দিয়া উপজেলা প্রতিনিধি।। কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর বাজার সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণ ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে প্রথম ধাপে পৌর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হচ্ছে প্রায় ৪৫টি ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা। এতে চু*রি, ডা*কাতি, ছি*নতাই ও হ*ত্যার মতো অপরাধ নিয়ন্ত্রণ হবে বলে আশাবাদী জনপ্রতিনিধি, প্রশাসন ও স্থানীয় ব্যবসায়ীরা।
জানা যায়, দীর্ঘদিন ধরেই পাকুন্দিয়া পৌর বাজারের নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা বসানোর দাবি করে আসছিলেন পৌর বাজারের ব্যবসায়ীরা। সেই দাবির পরিপ্রেক্ষিতে অবশেষে অন্তর্বতী সরকারের আইন উপদেষ্টার প্রাইভেট সেক্রেটারী (পিএস) সারোয়ার আলম ১০ লাখ টাকা ব্যয়ে পৌর বাজারের গুরুত্বপূর্ণ জায়গায় সিসি ক্যামেরা বসানোর ব্যবস্থা করে দেন। আগামী দুই দিনের মধ্যেই এই কাজ শেষ হবে বলে জানিয়েছেন পৌরসভার সহকারী প্রকৌশলী নাজমুল হক জিসান।
এদিকে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা লাগানোতে খুশি পৌর বাজারের ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা বলেন, 'পৌর বাজারের নিরাপত্তাসহ সবার জানমালের নিরাপত্তায় এই সিসি ক্যামেরা অনেক উপকারে আসবে। তাছাড়া পৌর মেয়র ও পুলিশ এই সিসি ক্যামেরা সার্বক্ষণিক মনিটরিং করলে বাজার এলাকায় যানজটও কমে আসবে।'
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন বলেন, 'এই সিসি ক্যামেরা স্থাপনের ফলে পৌর বাজারে কোনোরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে পুলিশ সহজেই অপরাধীদের খুঁজে বের করতে পারবে। সেই সাথে ডিজিটাল মনিটরিংয়ের মাধ্যমে বাজারের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।'
পাকুন্দিয়া পৌরসভার সহকারী প্রকৌশলী নাজমুল হক জিসান বলেন, 'দীর্ঘদিন ধরে পৌর বাজারের ব্যবসায়ীদের দাবি ছিল সিসি ক্যামেরা বসানোর। সিসি ক্যামেরা বসানোর কাজ শেষ হলে বাজার এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারির মধ্যে থাকবে। আর এতে চুরি ও ছি*নতাইসহ বিভিন্ন অপরাধ অনেকটা কমে আসবে। পৌর বাজারের ব্যবসায়ীদের কথা চিন্তা অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় আইন উপদেষ্টার প্রাইভেট সেক্রেটারী সারোয়ার আলম স্যারের এ উদ্যোগে সবাই তাঁর প্রতি কৃতজ্ঞ।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।