আবু হানিফ পাকুন্দিয়া উপজেলা প্রতিনিধি।। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে মো: হাবিবুল্লাহ (৪৬) নামের এক ব্যাক্তিকে পি*টিয়ে হ*ত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার চরফারদী ইউনিয়নের গাংধোয়ারচর এলাকায় জুমার নামাজের আগে মসজিদে যাওয়ার পথে এই ঘটনা ঘটে।
নিহত হাবিবুল্লাহ গাংধোয়ারচর গ্রামের মৃত শামছউদ্দিন ছেলে। তিনি ইতালির সিসিলে থাকতেন। সম্প্রতি ছুটিতে দেশে ফিরেছেন।
জানা যায়, গত ২২ মে এলাকায় ছোট বাচ্চাদের মধ্যে একটা ঝগড়া হয়। সেই ঘটনাটি মীমাংসার চেষ্টা চালান হাবিবুল্লাহ। কিন্তু সমাধান হয়নি। আজ দুপুরে স্থানীয় হেলাল, মুখলেছসহ ৪-৫ জন যুবক দেশীয় অ*স্ত্র, রড এবং পাইপ নিয়ে তার উপর হা*মলা চালায়। এ সময় তাকে উপর্যুপরি পি*টিয়ে ও ছু*রিকাঘাত করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া থানার ওসি (তদন্ত) মোবরক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করা হয়েছে।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।