ক্রাইম পেট্রোল ডেস্ক:
খুলনার পাইকগাছায় হাতকড়াসহ আসামি পা'লানোর ঘটনায় নাসির উদ্দীন নামে এক এএসআইকে ক্লোজড করা হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) সকালে নাসির উদ্দীনকে প্রত্যাহার করে খুলনা পুলিশ লাইন্সে নেওয়া হয়েছে।
জানা যায়, রোববার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বিরাশী গ্রামের আবুল হোসেনের ছেলে মনিরুল ইসলামকে (৪০) ডা'কাতির প্রস্তুতি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে আটক করেন এএসআই নাসির উদ্দীন। হাতকড়া পরিয়ে থানায় নিয়ে আসার সময় পৌর সদরের বাজার মোড়ে পুলিশকে জ'খম করে হাতকড়াসহ পা'লিয়ে যায় মনিরুল। পরে রাত সাড়ে ১০টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বাতিখালীর ওয়াপদা এলাকা থেকে আবার তাকে গ্রেফতার করা হয়।
পাইকগাছা থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, 'ডাকাতি মামলার আসামি মনিরুল হাতকড়াসহ পা'লিয়ে যান। পরে ওই আসামিকে অন্য এক স্থান থেকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় এএসআই নাসির উদ্দীনকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে নেওয়া হয়েছে।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।