জামালপুর প্রতিনিধি:
গ্রামের সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে। অনেক গরীব মানুষ আছে তাদের চিকিৎসা সেবায় যেন কোন বিঘ্ন না ঘটে। কালো টাকার কারণে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয়। পহেলা ডিসেম্বর থেকে ময়মনসিংহ বিভাগে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হবে। এসিড দিলে গা পুড়ে যায়। তালাক দিলে হৃদয় পুড়ে যায়। দেশের উন্নয়নের লক্ষ্যে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মাদক, জুয়া, বাল্যবিয়ের সাথে কোন আপস নেই।
বুধবার,২৭ নভেম্বর দুপুরে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খন্দকার মোস্তাফিজুর রহমান, এনডিসি। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খন্দকার মোস্তাফিজুর রহমান,এনডিসি বুধবার ২৭ নভেম্বর দিনব্যাপী উপজেলার চুকাইবাড়ী ইউনিয়ন পরিষদ, পৌরসভা, চুকাইবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিক ও ইউনিসেফ পরিচালিত বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।