মো. পারভেজ আলম, জেলা প্রতিনিধি, ঢাকা :
ধর্ষণের বিরুদ্ধে যখন সরব গোটা দেশ, তখন ঢাকার পল্লবীতে এক কিশোরীকে দলবেঁধে ধর্ষণ করা হয়েছে।
শনিবার রাতে ঢাকার পল্লবীতে কালসীর একটি মেসে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর চার যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পল্লবী থানার ওসি কাজী ওয়াজেদ আলী।
বাবা-মায়ের বিচ্ছেদের পর ১২/১৩ বছরের কিশোরী নোয়াখালীতে মায়ের কাছেই থাকত। দুই দিন আগে নোয়াখালী থেকে কালসীতে বাবার কাছে বেড়াতে এসেছিল ওই কিশোরী।
পল্লবী থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, শনিবার রাতে বাবা বকা দিলে রাগ করে বাসা থেকে বের হয় সে। এরপর বাসা খুঁজে না পেয়ে একটি দোকানের পাশে দাঁড়িয়ে কাঁদছিল।
“এ সময় চারজন মেয়েটিকে বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে কৌশলে কালসীর একটি মেসে নিয়ে যায়। সেখানে তারা মেয়েটিকে ঘুমের ওষুধ খাইয়ে রাতভর ধর্ষণ করে।
তিনি বলেন, রোববার সকালে মেয়েটির চেতনা ফিরলে সে কান্নাকাটি শুরু করে দেয়। এ ফাঁকে ওই চারজন পালিয়ে যান। আশপাশের লোকজন এসে ঘটনা শুনে মেয়েটিকে থানায় নিয়ে আসে।
ওসি বলেন, “মেয়েটি স্বাভাবিকভাবে হাঁটতে পারছে না এবং নিশ্চিত হওয়া যায় যে ঘটনা (ধর্ষণ) ঘটেছে।”
ওই কিশোরীকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
তিনি বলেন, “মেয়েটি বাবার বাসা কোথায়, বলতে পারেনি। পুলিশ অনেক খোঁজাখুঁজি করে গতকাল (রোববার) বিকালে মেয়েটির বাবাকে খুঁজে পায় এবং মামলা নেয়।”
এরই মধ্যে পুলিশ মিরপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আলামিন (২৩), মিন্টু (২২), জুয়েল (২৪) ও হৃদয় (২১) নামে চার যুবককে গ্রেপ্তার করে বলে ওসি জানান।
এই যুবকরাই ধর্ষণে জড়িত বলে পুলিশ অনেকটাই নিশ্চিত।
গ্রেপ্তার চার যুবক ‘স্থানীয় বখাটে’ বলে জানান পুলিশ কর্মকর্তা কাজী ওয়াজেদ আলী।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।