ক্রাইম পেট্রোল ডেস্কঃ
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ১ হাজার ৬শ'২০ পিস নে'শাজাতীয় ইনজেকশনসহ লেবু প্রধান (৪৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৩।
শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটক লেবু প্রধান জেলার পলাশবাড়ী উপজেলার জামালপুর গ্রামের মৃত-বাচ্চা মিয়ার ছেলে।
মাহমুদ বশির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৩ সেপ্টেম্বর) রাতে উপজেলা সদর পোস্ট অফিস এলাকায় অভিযান চালায় র্যাব সদস্যরা।এসময় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ১ হাজার ৬শ' ২০ পিস ইনজেকশনসহ লেবু প্রধানকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, তার বিরুদ্ধে র্যাব বাদী হয়ে পলাশবাড়ী থানায় একটি মাদক মামলা রুজু করে আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, লেবুকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।