কামরুল হক চৌধুরী >>কুমিল্লার দাউদকান্দি উপজেলার আদমপুর গ্রামের পরিবেশ, কৃষি ও সমাজোন্নয়ন সংগঠক মতিন সৈকত। পরিবেশ সংরক্ষণ ও দূষণরোধে ব্যক্তিগত ক্যাটাগরিতে সরকারিভাবে চতুর্থবারের মতো চট্টগ্রাম বিভাগে প্রথম স্থান অর্জন করেন তিনি। ৩০ এপ্রিল বিভাগীয় কমিশার আবদুল মান্নানের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে জাতীয় পরিবেশ পদক মূল্যায়ন বিভাগীয় কমিটির সভায় তার নাম প্রথম হিসেবে ঘোষণা করা হয়। এর আগে ২০১৫, ২০১৭ এবং ২০১৮ সালেও প্রথম স্থান অর্জন করে পদকের জন্য প্যানেলভূক্ত হন। দীর্ঘদিন ধরে তিনি পরিবেশ ও কৃষি নিয়ে কাজ করে আসছেন। তার এ কাজের স্বীকৃতি জাতীয় এবং আন্তর্জাতিকভাবেও তিনি পেয়েছেন। ২০১০ এবং ২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বঙ্গবন্ধু জাতীয় কৃষিপদক প্রদান করেন। বিবিসি বাংলা তাকে নিয়ে ডকুমেন্টারি প্রচার করেছে। তাছাড়াও শাইখ সিরাজ, মুন্নী সাহা এবং রেজাউল করিম সিদ্দিকীসহ বহু মিডিয়া ব্যক্তিত্ব তাকে নিয়ে ডকুমেন্টারি/রিপোর্ট প্রচার করে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।