ক্রাইম রিপোর্টার নীলফামার॥ নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ি এলাকায় স্ত্রীর পরকীয়ার জেরে স্বামীকে হত্যা মামলার পলাতক আসামি স্ত্রী পেয়ারা খাতুন ও তার প্রেমিক নজু ইসলামকে গ্রেফতার করেছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)নীলফামারীর একটি দল।বৃহস্পতিবার(৯ই জানুয়ারি)দুপুরে গ্রেফতারদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হয়েছে।এর আগে বুধবার(৮ জানুয়ারি) রাতে পঞ্চগড়ের তেতুঁলিয়া বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে তাদের গ্রেফতার করেন নীলফামারী সিআইডি। এ সময় তারা ভারত পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
নীলফামারী সিআইডি সূত্র জানায়, ডোমার উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের বাবুপাড়া গ্রামের নুর আলম দেবাউর স্ত্রী পেয়ারা খাতুনের সাথে পার্শ্ববর্তী দনি চান্দখানা গ্রামের নজু ইসলামের সাথে দীর্ঘদিন পরকীয়া সম্পর্ক চলে আসছিল। এর জের ধরে গত বছরের ৬ সেপ্টেম্বর মধ্য রাতে স্ত্রীর সহযোগিতায় প্রেমিক নজু ইসলামসহ আরও কয়েকজন স্বামী নুর আলম দেবাউকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের মা নুর বানু ৭ জনকে আসামি করে আদালতে অভিযোগ দায়ের করেন। আদালতের নির্দেশে মামলার তদন্তের দায়িত্ব দেয়া হয় সিআইডিকে।গ্রেফতারের দিন গোপন সংবাদের ভিত্তিতে তারা ভারত পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় পঞ্চগড়ের তেতুঁলিয়া বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে আটক করা হয় তাদের।
বিষয়টি নিশ্চিত করে নীলফামারীর দায়িত্বে থাকা সিআইডির সহকারী পুলিশ সুপার রমজান হোসেন বলেন, আদালতের নির্দেশে এ মামলাটি তদন্ত করা হচ্ছে। বৃহস্পতিবার(৯ই জানুয়ারি)দুপুরে গ্রেফতারদের আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হয়েছে। অপর আসামিরা পলাতক থাকলেও তাদেরকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।