আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
কোভিড-১৯ ভাইরাস সংক্রমনের কারণে সৃষ্ট মহামারী সময়কালীন অবস্থা মোকাবেলায় বিশেষ করে নিম্ন আয়ের মানুষ ভীষণ বিপদে রয়েছে। এমন দিনে পবিত্র মাহে রমজান উপলক্ষে নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি এলাকার বিশিষ্ট সমাজ সেবক নিয়াজ মোর্শেদের উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী তুলে দিলেন তার লোকজন।
শনিবার (২৫এপ্রিল) চিলাহাটি ফাজিল মাদ্রাসা মাঠে সকাল ১০টা থেকে শুরু করে দুপুর পর্যন্ত ভোগডাবুড়ী ইউনিয়নের ২শতাধিক পরিবারের মাঝে প্রায় ১হাজার অসহায় নিম্ন আয়ের মানেুষকে জন প্রতি ৮কেজি চাউল, ২কেজি আলু, ১লিটার সয়াবিন তেল ও ১টি করে সাবান বিতরণ করা হয়।
এ সময় ভোগডাবুড়ী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সহিদুল হোসেন লিটন, চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুল ইসলাম, গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজের প্রভাষক ফারুক ইসলাম, মহিলা ইউপি সদস্য শামসুন্নাহার স্বপ্না, আবু বক্কর, বিশিষ্ট ব্যবসায়ী নোমিরুল ইসলাম, শরিফুল ইসলাম প্রামানিক প্রমুখ উপস্থিত ছিলেন। তরুণ সমাজসেবী নিয়াজ মোর্শেদ সরকার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের সরকার পাড়া গ্রামের উত্তর বঙ্গের কৃতী সন্তান আল্লামা ডক্টর মাওঃ কাফীলুদ্দিন সরকার সালেহী সাহেবের সুযোগ্য সন্তান। এর আগে সমাজসেবী নিয়াজ মোর্শেদ এলাকার পথচারীদের মাঝে ৫হাজার মাস্ক ও করোনা প্রতিরোধ ও করণীয় বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। বিভিন্ন সময় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ, মসজিদ ও মাদ্রাসায় ওজুখানা নির্মাণ, পানির ট্যাংকি বিতরণ, মাদ্রাসার এতিম ছাত্রদের পোশাক বিতরণসহ নানামূখী সামাজিক উন্নয়নমূলক কাজ করেন তিনি।
নিয়াজ মোর্শেদ বলেন, সারা পৃথিবীতে করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছে। এই দুর্যোগের মুহুর্তে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে নিজেকে ধন্য মনে করছি। পবিত্র মাহে রমজান উপলক্ষে আমার এই সামান্য উপহার কিছুটা হলেও রোজাদার ব্যক্তিদের কাজে লাগবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।