জেলা প্রতিনিধি, কুমিল্লাঃ
পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক বর্ণাঢ্য আনন্দ র্যালির আয়োজন করা হয়েছে।
আজ মঙ্গলবার ২৮ জুন ২০২২ খ্রি. সকাল ১১ টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈন এর নেতৃত্বে বঙ্গবন্ধু ভাস্কর্যের সামনে থেকে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীসহ ছাত্রলীগের নেতৃবৃন্দের অংশগ্রহণে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়৷
এ সময় উপচার্য বলেন, পদ্মা শুধু একটি সেতু নয়। এটি বাঙালি জাতির গর্ব ও আমাদের অহংকার। শত বাধা পেরিয়ে গড়ে উঠা এই সেতু আমাদের সক্ষমতার প্রতীক। এটি শুধু আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থাকেই উন্নত করবেনা, ভবিষ্যতে বিশ্বযোগাযোগ ব্যবস্থাতেও গুরূত্বপূর্ণ ভূমিকা রাখবে।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ হুমায়ুন কবির, ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান, প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মোঃ মোকাদ্দেস-উল-ইসলাম, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।