ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ধরা পড়েছে ২৫ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি বিশাল পাঙ্গাস মাছ। এটি বিক্রি করা হয়েছে ৬৭ হাজার টাকায়।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে দৌলতদিয়ার কলাবাগান এলাকার পদ্মায় ওমর হালদারের জালে ধরা পড়ে মাছটি। পরে তিনি মাছটি দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাটের মৎস্য আড়তে নিয়ে যান।
নিলামে প্রতি কেজি ২,৬০০ টাকা দরে মাছটি ৬৫ হাজার ৭০০ টাকায় বিক্রি হয় স্থানীয় মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লার কাছে। এরপর তিনি মাছটি ঢাকায় পাঠান।
চান্দু মোল্লা জানান, 'ঢাকায় প্রতি কেজি ৫০ টাকা লাভে ২,৬৫০ টাকা কেজি দরে একটি বড় ব্যবসায়ীর কাছে মাছটি বিক্রি করা হয়েছে।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।