মোঃইমরান হোসেন(পটুয়াখালী জেলা প্রতিনিধি):
পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি থাকা এক নারী (৪০) বৃহস্পতিবার ভোর রাতে মারা গেছে। গতকাল তার নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে।
শ্বাসকষ্ট-সর্দি নিয়ে ভর্তি হওয়া ওই নারীর দাফন সম্পন্ন হয়েছে কোভিড-১৯ এর নির্দেশনা মেনে।
সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জাহাংগীর আলম শিপন বিষয়টি নিশ্চিত করে জানান, সদর উপজেলার বদরপুরের মাছখালি গ্রামের বাসিন্দা ওই নারী। দুই দিন আগে শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হলে গতকাল তাকে হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়। পরে তার নমুনা সংগ্রহ করে নিয়ম অনুযায়ী তার চিকিৎসা চালানো হয়।
পরবর্তীতে বৃহস্পতিবার ভোর রাতে সে মারা যায়। নমুনা পরীক্ষার রিপোর্ট এখনও আসেনি বলে তার দাফন কোভিড-১৯ এর নিয়ম অনুযায়ী সম্পন্ন করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।