প্রিন্ট এর তারিখঃ জুলাই ১২, ২০২৫, ১১:২১ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৪, ২০২১, ১০:৫৭ অপরাহ্ণ
পঞ্চগড় সুগারমিলের চুক্তিভিত্তিক শ্রমিক ছাঁটাই বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

আল মাসুদ,পঞ্চগড় প্রতিনিধি:
রাষ্ট্রীয় ১৫টি সুগারমিলের মধ্যে পঞ্চগড়সহ ৬ টি সুগারমিলের আঁখ মাড়াই বন্ধ হওয়ায় পঞ্চগড় সুগারমিলের কর্মরত চুক্তিভিত্তিক শ্রমিক ছাঁটাই বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকালে পঞ্চগড় সুগার মিল চত্বরে ছাঁটাইকৃত শ্রমিকদের উদ্যোগে এই সংবাদ সম্মেলন অুনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দীর্ঘদিন থেকে মমতার বন্ধনে আঁকড়ে ধরে মিলে কাজ করে আসছিলো, এরই স্বল্প উপার্জনে পরিবার পরিজন নিয়ে জীবন নির্বাহ করা হতো। অথচ আজ ৩০ জন শ্রমিক ছাঁটাই করে দেওয়ার পর স্ত্রী- সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছে তারা।
তাই এসকল শ্রমিকদের পরিবারের কথা বিবেচনা করে শ্রমিক ছাঁটাই না করে পুনর্বহাল রাখার দাবি জানায়।
বক্তারা আরও বলেন যদি এর মধ্যে শ্রমিক ছাঁটাই বন্ধ না হয় তাহলে আগামীতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এসময় বক্তব্য রাখেন, চুক্তিভিত্তিক শ্রমিক সংঠনের সভাপতি মিজানুর রহমান, সাধারন সম্পাদক সামসুল হক, সম্রাট শামিম আকতার, বুলেট হোসেন প্রমুখ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube