পঞ্চগড় প্রতিনিধি:
সীমান্ত অতিক্রম করে অবৈধ পথে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় এক দালালসহ ৩ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
আটক ব্যক্তিরা হলেন, ঠাকুরগাঁও জেলার সদরের আলমপুর গ্রামের মৃত নীলমোহন রায়ের ছেলে শ্রী নিতাই চন্দ্র রায় (৩৫) ও নিতাই চন্দ্র রায়ের মেয়ে শ্রী ভূমি রানী ওরফে শ্রেয়া (০৭)। আবার একই সময় আটক হয় পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের শিবচন্ডি গ্রামের মকবুল হোসেনের ছেলে দালাল সাদ্দাম (৩০)।
শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের মুহুরীজোত সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। রাতে ব্যাটালিয়নের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞোপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
সংবাদ বিজ্ঞোপ্তিতে বলা হয়েছে, ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের মাগুরমারী বিওপির একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পঞ্চগড় সদর উপজেলার মাগুরমারী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭৪২/৯-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মুহুরীজোত সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করায় তাদের আটক করে। এসময় জব্দ করা হয়েছে কাঁটাতারের বেড়া কাঁটার ১ টি প্লাস, ব্যক্তিগত ২ টি মোবাইল ফোন, রুপার নুপুর ১ জোড়া এবং বাংলাদেশি নগদ ২০ হাজার ১৬০ টাকা।
পরে বিওপিতে আটক দালালকে জিজ্ঞাসাবাদে জানায়, ৩০ হাজার টাকার বিনিময়ে তাদের বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশে সহায়তা করে। তবে অভিযানের সময় দালাল চক্রের আরো ৮ জন সদস্য বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পলাতক ৮ জন দালাল চক্রের সদস্যকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। আটকদের পঞ্চগড় সদর থানায় হস্তান্তরসহ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।