
আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি:করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে কর্মহীন, অসহায়, দুস্থ, ভ্যান, রিকশা, ইজিবাইক, সিএনজি চালক এবং মোটর পরিবহণ শ্রমিকসহ ৬০০ জনের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে পঞ্চগড় জেলা পুলিশ।
শনিবার (২৩ মে) সকালে পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলীর নেতৃত্বে পঞ্চগড়ের জগদ্দল বাজারে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ শুরু করে। একই সময়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)(পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ নাঈমুল হাছান পুলিশ লাইন্সের সামনে, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) সুদর্শন কুমার রায় জালাসি এলাকায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ আলমগীর রহমান ধাক্কামারা এলাকায় চলাচলকারী ভ্যান, রিক্সা, ইজিবাইক চালকদের মাঝে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন। ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল,ডাল,সয়াবিন তৈল, সেমাই, চিনি।
জানা গেছে, পঞ্চগড় পুলিশ সুপারের নির্দেশে একই সময় পর্যাক্রমে দেবীগঞ্জ, বোদা,আটোয়ারী, তেঁতুলিয়াসহ প্রত্যেক থানার অফিসার ইনচার্জসগণকে নিজস্ব থানা এলাকার ভ্যান,রিকশা,ইজিবাইক,সিএনজি এবং মটর পরিবহণ শ্রমিকদের মাঝে তারাও ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন।