আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি ঃ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পঞ্চগড়ে ৭ দিনব্যাপী ভাষা সৈনিক সুলতান বই মেলার উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ৭ দিনব্যাপী ভাষা সৈনিক সুলতান বই মেলার উদ্বোধন করা হয়। আনুষ্ঠানিকভাবে বই মেলার উদ্বোধন করেন, পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন।
এসময় পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল মান্নান, জেলা পরিষদের নিবার্হী কর্মকর্তা আব্দুল আলিম খাঁন ওয়ারেশী,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রেহানুল হক,সদর উপজেলা নিবার্হী অফিসার গোলাম রব্বানী,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম,সদর উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেনসহ বই প্রেমিকরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে বই মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন ও পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলি। মেলায় ২২টি স্টলে বিভিন্ন ধরনের বই, দেয়াল পত্রিকা ও তথ্যপত্র প্রদর্শন করা হয়।
পরে সরকারি অডিটোরিয়াম চত্বরের মুক্তমঞ্চে মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অুনুষ্ঠিত হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।