প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২৫, ১:১২ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২১, ৮:৫৬ অপরাহ্ণ
পঞ্চগড়ে ৬ শিশুসহ ১১ রোহিঙ্গা আটক
আল মাসুদ,পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় থেকে চট্টগ্রাম যাওয়ার পথে ৬ শিশুসহ ১১ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় শহরের ধাক্কামারা এলাকায় হানিফ কাউন্টার থেকে তাদেরকে আটক করা হয়।
পুলিশ জানান, ৬ শিশুসহ ওই ১১ রোহিঙ্গা পঞ্চগড় থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য দুপুরে শহরের ধাক্কামারা এলাকার হানিফ কাউন্টারে বাসের টিকিট কাটেন। এ সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে হানিফ কাউন্টারে অভিযান চালিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়।
আটককৃত রোহিঙ্গারা হলো, কবির (২১), জুবাইরা বেগম (২০), ছুমাইয়া (১), ফয়জুল ইসলাম (৩৯), রেনুয়ারা বেগম (৩০), দিনু ইসলাম (১৫), উম্মে হাবিবা (১২), উম্মে কুলসুম (৯), উম্মে হারিস (৬), নজরুল ইসলাম (৪) ও আবু তাহের (২০)।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা জানান, ৬ শিশুসহ ১১ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে চট্টগ্রামের কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। তবে তারা কোথায় ছিল, কবে আসছে এখনই বলা যাচ্ছে না।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube