প্রিন্ট এর তারিখঃ মার্চ ১২, ২০২৫, ৯:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১০, ২০২১, ৭:৫০ অপরাহ্ণ
পঞ্চগড়ে ৬ শতক জমির বিরোধকে কেন্দ্র করে নারী খুন

আল মাসুদ, পঞ্চগড় প্রতিনিধি:
বোদা উপজেলায় জমির বিরোধ নিয়ে সংঘর্ষে সুফিয়া বেগম সখি (৪৫) নামের এক নারী খুন হয়েছে।
বুধবার(১০ ফেব্রুয়ারি) বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের কুমপুখুরী এলাকায় ঘটনা ঘটে। মৃত সখি ওই এলাকার কামারুজ্জামানের স্ত্রী। এসময় খুনের অভিযোগে আফজাল হোসেন নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সুফিয়া খাতুন পরিবারসহ তাদের আবাদি ৬ শতক জমিতে বাদাম রোপনের জন্য সার ফেলতে যায়। দীর্ঘদিন যাবৎ চলে আসা বিরোধে এসময় একই এলাকার তাইবুল আলম তার ৩ ছেলে হারুন, লতিফুর ও আমজালুর রহমানকে নিয়ে তাদের বাধা প্রদান করতে গিয়ে মারপিট শুরু করে।মারপিটের খবর শুনে দুই পক্ষের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে ২ পক্ষের মোট ৭ জন আহত হয়।অপর দিকে সুফিয়াকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে হামলাকারী আবার চন্দনবাড়ি এলাকায় তাদের উপর হামলা চালায়। এতে করে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে তাদের ধাওয়া করে একজনকে আটক করে পুলিশে দেয়। অন্যদিকে সুফিয়ার অবস্থা গুরুতর হওয়ায় বোদা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুরে প্রেরণ করলে হাসপাতালে নেওয়ার পথে সুফিয়া মারা যায়।
বোদা থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী জানান, নিহতের ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। আফজাল নামের এক আসামীকে আটক করা হয়েছে।অন্য আসামীদের আটকের প্রক্রিয়া চলছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube