আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি:করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারি নির্দেশ অমান্য করে শহরে দোকান খোলা রাখার অপরাধে ৬ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
পঞ্চগড় সদর বাজারে অনুমোদনহীন দোকান খোলা রাখায় এবং করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরাধে সরকারি নির্দেশনা অমান্য করার দায়ে ৬ জন ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) পঞ্চগড় সদর বাজারে অভিযান পরিচালনা করেন পঞ্চগড় সদর উপজেলার সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম।
সরকারি নির্দেশনা অমান্য করার দায়ে তাদেরকে এ জরিমানা করা হয়েছে বলে তিনি জানান। অভিযান চলাকালে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।