প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ১:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২১, ২০২১, ৯:৩৯ অপরাহ্ণ
পঞ্চগড়ে ১৫টি গাঁজার গাছসহ গাঁজা ব্যবসায়ী আটক

আল মাসুদ,পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে ১৫টি গাঁজার গাছসহ সফিকুল ইসলাম(৩৬) নামের এক গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার (২১ জুন) জেলার আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের বোধগাঁও গ্রাম থেকে গাঁজার গাছসহ তাকে আটক করা হয়। আটককৃত সফিকুল ওই গ্রামের ফয়জুল হকের ছেলে।
জানা যায়, আটোয়ারী থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযানকারী দল তোড়িয়া ইউনিয়নের বোধগাঁও গ্রামে অভিযান পরিচালনার জন্য সফিকুলের বাড়িতে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সফিকুল পালানোর চেষ্টা করলে পুলিশের হাতে আটক হয় সে। পরে তার দেওয়া তথ্য মতে তার বাড়ির পাশে থাকা সবজি বাগানের ভিতর থেকে ১৫টি ছোটবড় পাতাসহ তাজা গাঁজার গাছ উদ্ধার করা হয়।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীকে আটকের পর তার চাষকৃত সবজি বাগানের ভিতর থেকে ১৫টি গাঁজার গাছ জব্দ করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube