আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ে স্বামীর রডের আঘাতে স্ত্রী ফাতেমা আক্তার জোসনা (২৭) কে নির্মমভাবে হত্যা করা হয়েছে। শনিবার বিকাল ৫ টার সময় সদর উপজেলার দোমনি সরকার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্ত্রী জোসনা উপজেলার ডাবরভাঙ্গা গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৭ বছর পূর্বে দোমনি সরকার পাড়া গ্রামের মৃত মউন উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেনের সাথে জোসনা'র পারিবারিকভাবে বিয়ে হয়।তারপর থেকে প্রায়ই কলহ শুরু হলে বাবার বাড়িতে থাকতো জোসনা। গত কয়েক মাস আগে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসে জোসনা। পারিবারিক কলহে স্ত্রীর সাথে শনিবার সকালে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে জোসনার স্বামী দেলোয়ার হাতের কাছে থাকা লোহার রড দিয়ে তার স্ত্রীর মাথায় আঘাত করলে মাথা ফেটে যায়। পরে পরিবার ও স্থানীয়রা মিলে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় জোসনার।
এ বিষয়ে পঞ্চগড় সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামাল হোসেন বলেন, আমরা হত্যাকাণ্ডের কথা শুনেই ঘটনাস্থলে গিয়েছি এবং স্ত্রী হত্যার অভিযোগে স্বামী দেলোয়ারকে আটক করেছি। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।