আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ে গর্ভবতী মা ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ওষুধ ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের ২২২ পদাতিক ব্রিগেডের, ২৯ বীর ব্যাটালিয়ন এ স্বাস্থ্যসেবা কার্যক্রমের আয়োজন করে। এ সময় ২৫৬ জন গর্ভবতী মা ও শিশুকে স্বাস্থ্যসেবা দেওয়া হয়।
গর্ভবতী মা ও শিশুদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য সেবা কার্যক্রমের উদ্বোধন করেন, লেঃ কর্নেল হাসমত উল্লাহ খান।
এসময় ক্যাপ্টেন সামী ও পঞ্চগড় পৌরসভার মেয়র তৌহিদুল ইসলামসহ সেনাবাহিনীর সদস্য ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।